কোন সম্পর্কের দাবী নিয়ে কখনো তোমার সামনে দাড়াবো না।তোমার সামনেই যেন দাড়াতে না হয় এ আরাধনা সবসময়। আমি খোলসের ভিতরের মানুষগুলোকে চিনতে শিখে গেছি।দেড়ি হয়েছে বটে?
এজন্যই তো একটা আফসোস ;
অাবার যদি শুরু থেকে শুরুকরা যেত????
তুমি বুকে হাত রেখে বলো তো,আমি কি কখনো তোমায় ভালোবেসেছিলাম।না বলবে তো?কারন ভালোবাসা বোঝার মত নিউরন তোমার নেই।তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকো।নিজেকে নিয়ে তোমার সাত-আসমান। আমি বুঝতে পারি নি ;মিছে আলেয়ার স্ফুরণে আমি মুগ্ধ।
এজন্যই তো একটা আফসোস;
আবার যদি শুরু থেকে শুরু করা যেত????
কোন কারন আছে তোমার মিথ্যে অহমিকার।তুমি কোন অহমিকায় নিজেকে সম্পুর্ন ভাবো।আমি ছাড়া তুমি হীন।আমি অাছি তো!! তাই নিজেকে আলাদা ভাবো।আমিও নিজেকে কতবার ছারিয়ে নিতে চেয়েছি মিথ্যে মায়াজাল থেকে।পারি না?
এজন্যই তো একটা আফসোস;
আবার যদি শুরু থেকে শুরু করা যেত????