বদলে যাওয়া

 



বদলে যাওয়া 

-মোশারফ রিপন


বদলে যাওয়া কত সহজ

আমি কেন পারি না,

যে কাটা গলায় বিধে

সেটা কেন ছারি না।।


বদলে যাওয়া কত সহজ

বদলাবো আমি কবে

পুরোন এই আমায় দেখে 

মুচকি হাসে সবে।।


বদলে যাওয়া কত সহজ

উল্টো আমার বেলা

কপাল বুঝি আমার সাথে

করছে নিঠুর খেলা।।


২৮ শে আগষ্ট "২২ইং

মৌচাক, গাজীপুর। 

Post a Comment

Previous Post Next Post