Compliance শব্দের অর্থ হলো সম্মতি। অর্থাৎ কোন প্রস্তাবের পক্ষে মতামত প্রদান এবং সে অনুযায়ী কাজ করাকেই Compliance বলে।
কমপ্লায়েন্সের সুনির্দিষ্ট সংঙ্গা না থাকলেও কোন প্রতিষ্ঠানের সংঘবিধিবদ্ধ নিয়ম পদ্ধতি, দেশের প্রচলিত শ্রম আইন, আন্তজার্তিক মানবাধিকার আইন, কোম্পানির প্রচলিত আইন, কোম্পানির প্রচলিত বিধিমালা, আই. এল.ও কনভেনশনের নীতিমালা সর্বপরি বিভিন্ন বায়ারদের নির্দেশিত নীতিমালা ও আচরন বিধি মোতাবেক অর্থাৎ উল্লেখিত আইন, বিধি ও নীতিমালার আলোকে কোন কারখানার স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ সন্তোসজনক অবস্থায় বজায় রাখা এবং কারখানায় নিয়োজিত শ্রমিক- কর্মচারীগণ যাতে উল্লেখিত আইন ও নীতিমালার আলোকে সকল প্রকার ন্যায় সঙ্গত সুযোগ সুবিধা ভোগ করতে পারে তা নিশ্চিত করাই হল Compliance.
কমপ্লায়েন্স কত প্রকার ও কি কি?
সঠিক উত্তরঃ
৫ প্রকার-
১) সোশ্যাল কমপ্লায়েন্স
২) টেকনিক্যাল কমপ্লায়েন্স
৩) সি-টিপ্যাট কমপ্লায়েন্স
৪) কান্ট্রি অব অরিজিন এবং
৫) বায়ার্স সিওসি
একজন কমপ্লায়েন্স অফিসারের কী কী দক্ষতা ও জ্ঞান থাকতে হয়?
১.একজন কমপ্লায়েন্স অফিসার বা কমপ্লায়েন্স ম্যানেজার হিসাবে অভিজ্ঞতা প্রমাণ করা।
২.ঝুঁকি ব্যবস্থাপনার অভিজ্ঞতা।
৩.যথাযথ প্রয়োজনীয়তা এবং নিয়ন্ত্রণের জ্ঞান (যেমন, অ্যান্টি-মানি লন্ডারিং, বা এএমএল)।
৪.স্ট্যান্ডার্ড যোগাযোগ দক্ষতা।
৫.সততা এবং পেশাদারী নীতি।
৬.ব্যবসায়িক দক্ষতা ও জ্ঞান।
৭.দলগত কাজের দক্ষতা।
৮.বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণের দক্ষতা
কমপ্লায়েন্স এর বেসিক কাজগুলো কি কি?
অথবা একজন কমপ্লায়েন্স অফিসারের প্রধান দায়িত্বগুলো কি কি?
কমপ্লায়েন্স এর পরিসর অনেক বড়, ব্যাপক বিস্ত„ত।
এক কথায় Scope of Compliance is unlimited like Sky.
তার মধ্যেও Define করে আমাদেরকে কমপ্লায়েন্স এর কাজগুলো করতে হয়।
প্রতিষ্ঠানের অগ্রযাত্রায়, ক্রেতা সাধারণের শর্ত পুরণে অর্থাr কমপ্লায়েন্স সফল বাস্তবায়নের জন্য কমপ্লায়েন্স এর সম¯Í কাজগুলোকে
১) প্রধান/গুরুত্বপুর্ন
২) অপ্রধান/ অপেক্ষাকৃত কম গুরুত্বপুর্ন
সাধারনতঃ এই ২ ভাগে ভাগ করা হয়ে থাকে।
প্রধান/গ্রুরুত্বপূর্ন কাজগুলোর মধ্যে অন্যতম হলোঃ
১। কারখানাকে কমপ্লায়েন্স কারখানা হিসেবে তৈরি করা।
২। সঠিক শ্রমিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।
৩। ক্রেতা সাধারনের কমপ্লায়েন্স চাহিদা পুরণ করা।
৪। কারখানার সকল স্তরে প্রযোজ্য সকল আইন ও বিধি বিধানের বাস্তবায়ন ক