কবিতা :জিইয়ে থাকুক

 জিঁইয়ে থাকুক


_________________


জিঁইয়ে থাকুক,বেঁচে থাকুক

মন খারাপের কারনগুলো

মন উপর ছেঁয়ে যাক;মন

বিষাদের হাজার ধুলো।

"

জিঁইয়ে থাকুক,বেঁচে থাকুক 

তোমার দেয়া কষ্টগুলি

কানের কাছে শুধুই বাজুক

তোমার মুখের কড়াবুলি।

"

জিঁইয়ে থাকুক,বেঁচে থাকুক

তোমার দেয়া স্বপ্ন-আশা

হাজার বছর জিঁইয়ে থাকুক

তোমার জন্য ভালোবাসা ॥

:

:

_________________

16.06.2016

মৌচাক,গাজীপুর

Post a Comment

Previous Post Next Post