ভুল কে ফুল ভেবে ফুলদানীতে সাজিয়েছি
বেকুবের মতো।
যা ভেবেছিলুম তা না,তুমি মাকাল ফল।
আমি অযাতাই তুলশি গাছে পানি ঢেলেই গেলুম।
তুমি ভয়ংকর ভাবে খুন করলে আমার স্বপ্নগুলোকে।
পৈচাশিক ভাবে বারংবার ধর্ষণ করছো ষোড়শী আশাগুলোকে।
রাক্ষসীর ইয়া বড় নখে ক্ষত বিক্ষত করেছে মনের জমিন।
মর্গে পাস্তরিত হয়ে আছে দুচোখ ভরা স্বপ্ন।প্রতিদিনই জানাযা করি আমার ভালোবাসার।
আবার পূণঃজন্ম হই ,আবার পুড়ি আবার মরি।
আবার দুচোখ মেলে প্রবেশ করি লাশকাটা ঘড়ে।।
.
(স্বপ্নকথন /মোশারফ রিপন)
১৫ ০৬ ২০১৭ ইং