কবিতা : রমজান



রমজানের ঐ চাঁদ উঠেছে

একফালি চাঁদ বাকা

খোশ আমমেদ মাহে রমজান

খুশির আমেজ মাখা।


পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব

থাকব দিনে রোজা

মাথা থেকে পরবে ঝরে_

যত পাপের বোঝা ।


সৃষ্টিকর্তা খুশি হবেন_

করলে সাওম পালন

উনার ভয় বুকের মাঝে

করব মোরা লালন।


পূণ্যের আলোয় ভরবে জীবন

পাপ হবে অস্ত

পরকালে উপহার পাবো_

চির সুখের বেহেস্ত ॥






20.01.2006

নাগেশ্বরী,কুড়িগ্রাম

Post a Comment

Previous Post Next Post