কবিতা: মাহে রমজান

 রমজানের ঐ চাঁদ ওঠেছে

নীল গগনে

কি জানি এক খুশির আমেজ

ভরা এ মনে॥

বিশ্বাস করে খোদার উপর

থাকবো দিনে রোজা

পুলসিরাতের কঠিন রাস্তা

হবে তখন সোজা॥

ত্যাগ-ধৈর্য-আত্মত্যাগ হোক

রমজানের গান

বছর ঘুরে আসুক ফিরে

মাহে রমজান॥

.,.,

(মাহে রমজান /মোশারফ রিপন)

Post a Comment

Previous Post Next Post